ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ায় এরদোগান 

মালয়েশিয়া প্রতিনিধি:

প্রকাশিত : ২৩:০০, ১৮ ডিসেম্বর ২০১৯

কুয়ালালামপুর সম্মেলনে (কেএল সামিট-২০১৯) অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান মালয়েশিয়ায় পৌঁছেছেন। স্থানীয় সময় বুধবার বেলা দেড়টায় প্রেসিডেন্ট এরদোগানকে বহনকারী বিশেষ বিমানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় তাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফ্লাই আহমদ।

বুধবার থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে আগামী শনিবার পর্যন্ত।

এ সম্মেলনে সভাপতিত্ব করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ। সম্মেলনে অন্যান্য মুসলিম দেশগুলো থেকে আগত প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। মঙ্গলবার রাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কুয়ালালামপুর পৌঁছেন।

এ সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা খুঁজে তার প্রতিকারের উপায় বের করবে নেতৃবৃন্দ। মুসলিম নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, আলেম ও চিন্তাবিদদের একত্রিত করে এই সম্মেলনটি ইসলামী সভ্যতা পুনরুদ্ধারের পাশাপাশি মুসলিম ও মুসলিম জাতির মধ্যে অবস্থার উন্নতির দিকেও অবদান রাখার দিকে গুরুত্ব দিচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি