ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ইন্দোনেশিয়ায় বন্যা, নিহতের সংখ্যা বেড়ে ৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও আশপাশের এলাকায় মৌসুমী বৃষ্টিতে হওয়া বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।

এ সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করছে কর্তৃপক্ষ। পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে ধারণা করছে আবহাওয়া বিভাগ।

বন্যার পানি না নামায় এখনও প্রায় দুই লাখ মানুষ আশ্রকেন্দ্রে অবস্থান করছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি