ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা, ভারতীয় ভিসা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১২ মার্চ ২০২০ | আপডেট: ১০:০৪, ১২ মার্চ ২০২০

নিষেধাজ্ঞা ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত ঘোষণা করেছে ভারত। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় টুইট করে এই সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় টুইটার পোস্টের মাধ্যমে জানায়, কূটনৈতিক কর্মকর্তা, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের ভিসা বাদে ভারতের অন্যসব ধরনের ভিসা ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো। ১৩ই মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইতিমধ্যে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬০ জনের মতো, তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

আরও বলা হয়, ভারতে প্রবেশ করা ব্যক্তিদের অন্তত ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হবে এবং জরুরি প্রয়োজন না থাকলে যেন ভারত ভ্রমণ থেকে বিরত থাকে মানুষ। এছাড়া ১৫ ফেব্রুয়ারির পর থেকে চীন, ইটালি, কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি ভ্রমণ করা ভারতীয় নাগরিকদের অন্তত ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হবে।

অপরদিকে বুধবার (১১ মার্চ) ইউরোপ থেকে আগামী ৩০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে যুক্তরাজ্যে ৪৬০ জনের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই 'কঠোর, কিন্তু প্রয়োজনীয়' নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের জন্য কার্যকর হবে না।

এই নতুন নিয়ম শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৩৫ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩৮ জন মারা গেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের সীমানার মধ্যে নতুন ভাইরাস আক্রান্ত ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছি।’

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বলছে, প্রথমদিকে সংক্রমণের ঝুঁকি কম থাকলেও এমাসের শুরুতে বেশ কিছু ব্যক্তি ভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। এরপর থেকেই ভাইরাস নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া হচ্ছে। 

নিউইয়র্ক শহরের উত্তরে নিউ রোচেলে সেনা মোতায়েন করা হয়েছে। ওই এলাকার লোকদের সেল্ফ আইসোলেট বা স্বেচ্ছায় বিচ্ছিন্ন হয়ে যেতে বলা হয়েছে, তাদের কাছে খাবার পৌঁছে দেয়ার কাজ করবে ন্যাশনাল গার্ড।

ওয়াশিংটন রাজ্যের গভর্নর তার অধীনস্থ এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছেন। উত্তর-পশ্চিমের এই রাজ্যটি যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র। এখন পর্যন্ত মারা যাওয়া ৩৮ জনের অন্তত ২৪ জনই এই রাজ্যের বাসিন্দা ছিলেন।

তবে যুক্তরাষ্ট্রে ভাইরাস সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হতে পারে চিকিৎসার খরচ। অনেক আমেরিকানই ডাক্তারের কাছে যেতে চান না অতিমাত্রায় চিকিৎসা খরচের ভয়ে।

সূত্র : বিবিসি

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি