ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

আমার পুনর্নির্বাচন ঠেকাতে চায় চীন: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৩০ এপ্রিল ২০২০

চলমান বিশ্বব্যাপী করোনা মহামারিতে চীনের ভূমিকা নিয়ে একের পর প্রশ্ন তুলেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। এবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চীনকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন তিনি। অভিযোগ করেছেন, ‘তার পুনর্নির্বাচন ঠেকাতে বেইজিং সবকিছু করতে পারে।’

স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

করোনার নিয়ে চীন তথ্য গোপন করেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘করোনা নিয়ে বেউজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন উপায় খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আমি অনেক কিছু করতে পারি। প্রাদুর্ভাব ছড়ানোর দায়ে তাদের ভারি মূল্য দিতে হবে।’

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু, করোনায় দিশেহারা দেশটি। যেখানে এখন পর্যন্ত সাড়ে ১০ লাখের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। মারা গেছেন সাড়ে ৬১ হাজারের বেশি মানুষ। ভেঙে পড়েছে অর্থনীতির চাকা। তারপরও নির্বাচনী এই ক্যাম্পেইনে সচল অর্থনীতির কথাই বেশি শোনা গেল ট্রাম্পের মুখে। 

কিন্তু প্রকৃত অবস্থা হলো করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে তার পুনর্নির্বিচনে জয় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। করোনা মোকাবিলায় তার পর্যাপ্ত উদ্যোগ না নেয়ার অভিযোগও উঠেছে জোরালোভাবে। এতে করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। 

রিপাবলিক্যান এ প্রেসিডেন্ট বলেন,‘নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে জেতাতে চায় চীন। যদিও তার জয় নিয়ে আমার সন্দেহ আছে।’

ভোটাভুটিতে বিশ্বাস করেন না জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি দেশের জনগণ অনেক স্মার্ট। তারা অপদার্থ কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসাবে না। আর আমি জো বাইডেনের কাছে হারবো না।’

এসময় চীনের সঙ্গে চলমান ‘বাণিজ্য যুদ্ধে’ যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন এ প্রেসিডেন্ট। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি