ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

আড়াই ধারাই

ননীগোপাল চক্রবর্ত্তী 

প্রকাশিত : ১৫:২৬, ২৯ অক্টোবর ২০২৩

মানুষ মেরে মরণ খেলা 
   চলবে কি বারবার  
      মানুষ যদি নাই থাকে 
        দেখবে কারা বাহার। 

গড়তে  যত সময় লাগে 
   ভাঙতে লাগে মিনিট, 
      চলতি পথে হোঁচট খেয়ে 
         কত জনে হয় আনফিট। 

অস্থায়ী এই জীবন নিয়ে  
   কিসের এত বড়াই, 
      কোন আশাতে নরক করো 
          কেমন আড়াই ধারাই। 

মানবতা পায়ে দলে যায় 
  কেমনতর বাহাদুরি, 
      মৃত্যু এসে ধরলে ঠিকি 
         চলবে না জারি জুরি। 

কথার সাথে কাজের আছে 
  হরেক রকম গরমিল, 
     বিপন্ন মানবতা আজ 
         পিঠ পেতে খায় কিল।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি