ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ২৭ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

বিএনপির মিডিয়া সেলের সদস্যপদ থেকে সাংবাদিক কাদের গণি চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে, কাদের গণি চৌধুরী বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে এখনও বহাল আছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি