ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ইমা’র নবনির্বাচিত সভাপতি তারেক, সাধারণ সম্পাদক গৌতম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশের সকল বেসরকারী টেলিভিশন এর বিপণন ও বিক্রয় বিভাগ নিয়ে গঠিত সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা’র) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য নির্বাচনে সভাপতি পদে নিউজটোয়ান্টি ফোরের হেড অব মার্কেটিং মো. আনিসুর রহমান তারেক এবং সাধারন সম্পাদক পদে এনটিভি’র গৌতম চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেছেন। এছাড়াও অন্যান্য সব পদেও বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেন প্রার্থীরা।

১৩ ফেব্রুয়ারী দুপুর ২টায় ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা’র) নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব অর্পন এবং পুনঃমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর একটি রেস্তোরায় নির্বাচনে বিজয়ীদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়। গত ২৩ জানুয়ারী নির্বাচনে সব পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেন প্রার্থিরা। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মাহমুদুল আলম খান। তিনি বাংলাভিশনের হেড অব মার্কেটিং পদে কর্মরত আছেন। যেহেতু সকল পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেন তাই প্রধান নির্বাচন কমিশনার বার্ষিক সভার মাধ্যমে এই ঘোষণা দেন। এছাড়াও অন্যান্য আরও নির্বাচন কমিশনার পদে ছিলেন সুরনজিত সিনহা রানা, দেশ টিভি, ফয়সাল মোহাম্মদ উল্লাহ, যমুনা টিভি এবং মিনহাজ উদ্দিন, দুরুন্ত টিভি।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন,সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ নাবিল আশরাফ, গানবাংলা টিভি, শিবলী সাদিক কামরুল, একাত্তর টিভি, এস. বি বুলবুল, আনন্দ টিভি, জিয়াউর রহমান সুমন, চ্যানেল আই, হারুনুর রশিদ, এটিএন নিউজের প্রতিনিধি।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তসলিম চৌধুরী, মোহনা টিভি, আব্বাস উসমান রেজা, ইন্ডিপেনডেন্ট টিভি, সাংগঠনিক সম্পাদক পদে মো. রাহাতুজ্জামান, বাংলাভিশন, কোষাধক্ষ সম্পাদক পদে রাকিবুল হাসান, দুরন্ত টিভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইলিয়াস হোসেন, মোহনা টিভি, মহিলা সম্পাদক পদে কারিন কামাল, এটিএন নিউজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফেরদৌস নাইম পরাগ, ইটিভি, আইন সম্পাদক পদে আবদুল মালেক, এটিএন বাংলা, দপ্তর সম্পাদক পদে আবদুস সামাদ সোহাগ, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি।

নির্বাহী পদে আহমেদ মহসিন, একাত্তর টিভি, দ্বীন ইসলাম তপু, জিটিভি, মোহাম্মদ আলমগীর কবির, ইটিভি, মোঃ আল-আমিন মিঞা, যমুনা টিভি, হুমায়ুন কবির, চ্যানেল আই, মাহমুদুল হাছান, বিজয় টিভি, মোঃ মতিয়ার রহমান, বাংলা টিভির প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি