পাঠ্যপুস্তকে আনা পরিবর্তন বেআইনি নয় কেন: হাইকোর্ট
প্রকাশিত : ১৭:৩৭, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ৬ মার্চ ২০১৭
স্বনামধন্য ও সুপরিচিত লেখকদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই ও শিক্ষা উপকরণ তুলে দিয়ে সরকার প্রশংসা পেলেও ভুল-ক্রটির কারণে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সমালোচনা হয়। পাশাপাশি বেশ কয়েকজন লেখক-কবির রচনা বাদ দেওয়ার পেছনে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকার অভিযোগ ওঠে।
এই প্রেক্ষাপটে প্রথিতযশা ও স্বনামধন্য লেককদের লেখা বাদ দিয়ে পাঠ্যপুস্তকে আনা পরিবর্তন চ্যালেঞ্জ করে রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ও শিক্ষাবিদ মমতাজ জাহান ।
শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০১৩ সালে প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্তসুপরিচিত লেখকদের লেখা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু গত বছরের ৮ এপ্রিল হেফাজতে ইসলামের দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাসে ১২টি বিষয় বাদ দিতে বলা হয়। যার মধ্যে হুমায়ুন আজাদসহ বিশিষ্ট লেখকরা রয়েছেন বলে জানান রিটকারীর আইনজীবী।
আরও পড়ুন