ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে চার স্তরের নিরাপত্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৫:৩৯, ২৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে চার স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন তিনি। ঈদের প্রধান জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে আসার অনরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

আবহাওয়া ভালো থাকলে জাতীয় ঈদগাহেই হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। এরই মধ্যে সব প্রস্তুতিও প্রায় শেষ। আগে থেকেই মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। শনিবার ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার।

পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান, রাজধানীর প্রায় পাঁচ শ’ ঈদুল ফিতরের জামাতে বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে। এছাড়া জাতীয় ঈদগাঁহসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তায় থাকবে র‌্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর দশ হাজার সদস্য।

সকালেই জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

ঈদগাহ ময়দানে এবার বজ্র প্রতিরোধ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি