ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

ঈদে শতভাগ পোশাক কারখানায় বেতন ও উৎসব ভাতা দেয়া হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৭:৩২, ২৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদে শতভাগ পোশাক কারখানায় বেতন ও উৎসব ভাতা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনের সভপতি সিদ্দিকুর রহমান বলেন, ছোট ছোট কিছু গার্মেন্টসে বেতন দেয়া নিয়ে সমস্যা দেখা দিলেও, এরিমধ্যে তা সমাধান হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ৮৫ ভাগ গার্মেন্টসে ঈদ ছুটি দেয়া হয়েছে। এ’সময় পোশাক খাতের বাজার এখন নিম্নমুখী উল্লেখ করে ভবিষৎ নিয়ে উদ্বেগের কথা জানান বিজিএমইএ সভাপতি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি