ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

সদরঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে বিভিন্ন রুটের লঞ্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৬, ২৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ আনন্দযাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ। লঞ্চে যেমন যাত্রীদেও ভিড় তেমনি তিল ধারণের ঠাঁই নেই টার্মিনালে। যারা কেবিনের টিকিট পাননি তারা আগেভাগেই এসে ডেকের জায়গা করে নেন। তবে লঞ্চ যাত্রা নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মাহমুদ হাসানের রিপোর্ট।

সদর ঘাটের লঞ্চ ধরতে মানুষের এই ব্যস্ততা।
যানযটের কারনে যানবাহন ছেড়ে পায়ে হেটেই সদরঘাটে রওনা হয়েছেন যাত্রীরা।

টার্মিনালেও মানুষের ভিড়। সারি বেধে দাড়িয়ে আছে লঞ্চ। নির্ধারিত সময়ের আগেই পরিবার পরিজন নিয়ে জায়গা করে নিচ্ছেন ডেকে।

কেবিনের টিকিটতো আগেই বিক্রি হয়েছে। ডেক ও ছাদে যাত্রী বোঝাই করে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে এক একটি লঞ্চ।

বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শণে যান যান র‌্যাবের মহাপরিচালক। তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা এবং যে কোন ধরনের দুর্ঘটনা রোধে তৎপর রয়েছে আইন শৃংখলা বাহিনী।

ঈদের পরও লঞ্চ টার্মিনালের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি