ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

শেষ মূহুর্তে ব্যস্ত রাজধানীর টুপি, আতরের দোকান গুলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৬:৩৫, ২৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ কেনা কাটার শেষ মূহুর্তে ব্যস্ত রাজধানীর টুপি, তসবিহ, যায়নামাজ ও আতরের দোকান গুলো। শেষ দিকে আগের চেয়ে দাম কিছুটা কম, তাই বিকিকিনিও ভালো বলে জানালেন দোকানিরা।

ঈদ ফ্যাশনের পূর্নতা আনতে শেষ মূহুর্তে ভীর রাজধানীর টুপির, তসবিহ, আতর ও যায়নামাজের দোকানে। বাইতুল মোকাররমের এ মার্কেটে গিয়ে দেখা যায় দোকানগুলোতে জমজমাট বেচা কেনা।

অন্যান্য সব কেনা কাটা শেষ, তাই শেষ মুহুর্তে পাঞ্জাবীর সাথে মানানসই টুপি কিনতে এসেছেন অনেকে।

ভীর রয়েছে সুগন্ধি, তসবিহ ও যায় নামাজের দোকানেও। আকর্ষনীয় ডিজাইনের জায়নামাজটি কিনেই ঈদের কেনা কাটা শেষ করতে চান অনেকে।

এদিকে বিক্রেতারা জানালেন, শেষ মুহুর্তে দাম কামানোর পাশাপাশি শুধু বিক্রি নিয়েই ভাবছেন তারা।

ঈদের অনাবিল আনন্দে ভরে উঠবে জীবন, এমন প্রত্যাশাই সবার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি