ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফারহাদের বাবা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ১০ আগস্ট ২০২১ | আপডেট: ২২:০০, ১০ আগস্ট ২০২১

ফরহাদ হোসেন মাক্কি

ফরহাদ হোসেন মাক্কি

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফারহাদের বাবা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফরহাদ হোসেন মাক্কি (৭৬)  আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরহাদ রহমান মাক্কির মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খ্যাতিমান এই ব্যক্তি অবসরকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে সরাইলে শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে, ফরহাদ রহমান মাক্কি মৃত্যুর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে মরদেহ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন। কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি