সংসদে ৭টি বিলের ওপর স্থায়ী কমিটির রিপোর্ট পেশ
প্রকাশিত : ২২:০০, ৩ সেপ্টেম্বর ২০২১

জাতীয় সংসদে আজ ৭টি বিলের ওপর স্বাস্থ্য, আইন, সংস্কৃতি এ তিনটি মন্ত্রণালয় সম্পর্কিত সংশোধিত স্থায়ী কমিটির রিপোর্ট পৃথকভাবে উপস্থাপন করা হয়েছে।
এরমধ্যে স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম মেডিকেল ডিগ্রিস রিফিল বিল- ২০২১, মেডিকেল ডিগ্রিস (গভার্নিং বডিস) রিফিল বিল- ২০২১, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিলের ওপর কমিটির রিপোর্ট উপস্থাপন করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিলের ওপর কমিটির রিপোর্ট উপস্থাপন করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল- ২০২১ এবং গান্ধী আশ্রম ( ট্রাস্টি বোর্ড) বিল- ২০২১ এর ওপর কমিটির রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টে বিলগুলো সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়েছে।
এসি
আরও পড়ুন