ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

সংসদে পর্যটন করপোরেশন বিল উত্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

জাতীয় সংসদে আজ বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল, ২০২২ উত্থাপন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি উত্থাপন করেন।

বিলে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন বিকাশে ১৯৭২ সালের মূল আইন আরও যুগোপযোগী করতে কতিপয় বিধান সংযোজন করে বেশ কিছু সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পর্যটন বোর্ডের চেয়ারম্যান পদটি আলাদা করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যানই পদাধিকার বলে এ দায়িত্ব পালন করতেন। 

এছাড়া বিলে পর্যটকের সংজ্ঞায় সংশোধনী এনে নতুন সংজ্ঞার প্রস্তাব করা হয়। বিলে পর্যটন করপোরেশনের মুলধন বৃদ্ধি, এ খাতে বিনিয়োগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সংশোধনীর প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে আগামী এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি