ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

হুইপ স্বপনের পিতার মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা আলহাজ্ব মো. শরীফ উদ্দিন মন্ডল এর মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে আলহাজ্ব মোঃ শরীফ উদ্দিন মন্ডল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।  

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা আলহাজ্ব মো. শরীফ উদ্দিন মন্ডল সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিনকন্যা, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি