ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

স্বাধীন দেশে গণহত্যার নৃশংস উদাহরণ লালদীঘির হত্যাকাণ্ড (ভিডিও)

আকবর হোসেন সুমন

প্রকাশিত : ১১:২২, ২৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

স্বাধীন বাংলাদেশে গণহত্যার নৃশংস উদাহরণ চট্টগ্রাম লালদীঘি ময়দানের হত্যাকাণ্ড। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশ পণ্ড করতে স্বৈরাচারী শাসকের নির্দেশে গাড়িবহর ও জনতার ওপর নির্বিচার গুলিতে নিহত হন ২৪ জন। ঠিক সে মুহূর্তে শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার ওপর গুলি চালাবেন না।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সেদিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি দলটির সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সময়টা ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি। 

নগরীর কোর্ট বিল্ডিং সড়ক অতিক্রমের পথেই আকস্মিক নির্বিচারে গুলি, তাও আবার পুলিশের। গুলির লক্ষ্যে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, গুলি চালাবেন না। 

এমন আকুতি উপেক্ষা করে হিংস্ররূপ দেখায় পুলিশ। নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন ছাত্র-শ্রমিক পেশাজীবী জনতার ২৪ জন।

সন্তানহারা মায়ের আহাজারি এখনও দাগ কাটে। 

শহিদ মহিউদ্দিন শামীমের মা বলেন, ‘১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদিঘি ময়দানে শেখ হাসিনার জনসভায় আমার ছেলে মহিউদ্দিন ওখানে উপস্থিত ছিল। বর্তমান প্রধানমন্ত্রীর দিকে যে গুলি ছোঁড়া হয় সে গুলিতে আমার ছেলে মারা গেছে। এরপর শেখ হাসিনা বাসায় এসেছিলেন আমাকে সান্ত্বনা দিতে। আমার একটি দাবি, ছেলে মহিউদ্দিনের নামে শিকারকুণ্ডে একটি স্থাপনা করা হোক।’

এ ঘটনায় দায়েরকৃত মামলায় শাস্তি মিলেছে হত্যাকারীদের। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনে স্মরণ হয় শহিদদের। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি