ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

আবারও মসুর ডালের দাম বাড়িয়েছে টিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২১:৩৫, ২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আবারও মসুর ডালের দাম বাড়িয়েছে। এবার বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) কেজিতে ৫ টাকা থেকে বাড়িয়ে ভোক্তা পর্যায়ে বিক্রি করবে ৬৫ টাকা কেজি দরে। 

একই সঙ্গে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে টিসিবি আবারও ট্রাক সেল কার্যক্রম শুরু করবে। বুধবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

মসুর ডালের দাম বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, ‘‘বাজারদরের সঙ্গে সমন্বয়ের জন্য ডালের দাম ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে।’’

উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা টিসিবি। তবে গত ২৭ জানুয়ারি থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম বন্ধ রয়েছে, যা ছয়দিন পর আবার শুরু হচ্ছে। 

দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করবে, যা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা এক কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় এবং পেঁয়াজ ৩০ টাকায় কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বনিম্ন দুই থকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি