ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

রাজনৈতিক দলের বাইরে নাম প্রস্তাব করল ৬ সংগঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২১:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নির্ধারণে ৩০টি দল-সংগঠন নাম প্রস্তাব করেছে সার্চ কমিটিতে। এরমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ২৬ টি এবং পেশাজীবি সংগঠন ছয়টি। 

শুক্রবার সার্চ কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় প্রস্তাবিত নাম জমা দেওয়ার নির্ধারিত সময়ে নাম সংগ্রহ শেষ হয়। এর বাইরে শনি ও রোববার বিশিষ্টজনের মতামত নেবে কমিটি।

শুক্রবারের মধ্যে সব মিলিয়ে কত সংখ্যক নাম জমা পড়েছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সাংবাদিকদের জানান, “২৪টি দল ও ছয়টি পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে মনোনয়নসহ প্রস্তাব পেয়েছি। ইমেইলে বেশ অনেক বড় সংখ্যায় সাড়া পেয়েছি।“

এদিন বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর সন্ধ্যায় জানা গেছে, আওয়ামী লীগসহ ২৪টি দল নাম সুপারিশ করে চিঠি দিয়েছে।

বিএনপি এ সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলে নাম সুপারিশ করবে না বলে আগেই জানিয়ে দেয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাংগঠনিক পর্যায় থেকে নাম আসার পাশাপাশি দেশ-বিদেশ থেকে ইমেইল এবং ব্যক্তিগত পর্যায়ে বেশ বড় সংখ্যক নামের প্রস্তাব জমা হয়েছে।

কোন কোন দল এবং সেগুলো কাদের নাম প্রস্তাব করেছে তা জানায়নি মন্ত্রিপরিষদ বিভাগ।

আইন অনুযায়ী এসব প্রস্তাবের মধ্যে থেকে অনুসন্ধান কমিটি যোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও সুনাম এবং অযোগ্যতা বিবেচনা করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পেশ করবে।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন গঠনে পাঁচ বছর আগে সার্চ কমিটির কাছে ১২৮ জনের নাম সুপারিশ এসেছিল; যা থেকে বাছাই করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল তৎকালীন সার্চ কমিটি।

গত শনিবার রাষ্ট্রপতি নতুন সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি