ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে নজরদারি বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রোববার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, ‘যতটুকু দরকার তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ ছাড়া বলেন, ‘শহীদ মিনারকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা নিয়ন্ত্রণে র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। প্রো-অ্যাকটিভ তল্লাশি হিসেবে কাজ করে থাকি আমরা। কোনোধরনের (আশঙ্কামূলক) তথ্য আমাদের কাছে নেই। যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। স্পেশাল ফোর্স রাখা হয়েছে। শহীদ মিনারসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীরা যেন টিজিংয়ের শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজরদারি থাকবে। শিশুদের জন্য নিরাপত্তা বিশেষ ব্যবস্থা থাকবে।’

এ সময় নারী এবং শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার এবং সবার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

দেশের বিভিন্ন জেলাতেও এই দিবসটি উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘র‌্যাব সতর্ক রয়েছে, টহল থাকবে। সাদা পোশাকে এবং পোশাকি সদস্যরাও দায়িত্বে থাকবেন।’

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য করোনার সময়ে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য আগতদের প্রতি আহ্বান জানান র‌্যাব প্রধান।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি