ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

‘পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দিরা’

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, করোনা মহামারি মোকাবেলায় দেশের ৬৮টি কারাগারে আটক বন্দিদের টিকার আওতায় আনা হয়েছে। কোভিডের কারণে দেখা-সাক্ষাৎ বন্ধ থাকায় পরিবারের সাথে সপ্তাহে একদিন ১০ মিনিট মোবাইলে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে বন্দিদের। এর পাশাপাশি ভিডিও কলের ব্যবস্থা করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।

রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে আয়োজিত ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ আবরার হোসেন।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে রিক্রুট ডেপুটি জেলারদের র‌্যাংক ব্যাচ প্রদান এবং প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

পরে কারাগারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ক্রেস্ট উপহার দেন কারা মহাপরিদর্শক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি