ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

১ মিনিটের অন্ধকারে কালরাতের বিভীষিকা স্মরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২৫ মার্চ ২০২২ | আপডেট: ২২:০৯, ২৫ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সারা দেশে বাতি নিভিয়ে অর্ধ শতাব্দী পূর্বে নিরিহ বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর নিধনযজ্ঞের বিভীষিকার স্মৃতি স্মরণ করল বাংলাদেশ।

শুক্রবার রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্য পালন করা হয় এই ‘প্রতীকী ব্ল্যাক-আউট’ কর্মসূচি।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে স্বাধীনতার দিকনির্দেশনা পাওয়ার পর মুক্তিকামী জনতার মধ্যে বিদ্রোহ দানা বাঁধতে থাকে। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী নিধনযজ্ঞের প্রস্তুতি নেয়।

বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী, শুরু হয় ‘অপারেশন সার্চলাইট’।

সেই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, রমনা কালীমন্দিরসহ বিভিন্ন এলাকায় শুরু হয় গণহত্যা। শুধু ঢাকাতেই অন্তত ৭ হাজার বাঙালিকে হত্যা করা হয়।

পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। সশস্ত্র সংগ্রামে লাখো শহীদের রক্তের বিনিময়ে আসে স্বাধীনতা।

এক মিনিটের ‘প্রতীকী ব্ল্যাকআউট’ এর আগে-পরে মোম জ্বালিয়ে সেই অন্ধকার রাতের ভয়াবহতার কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের প্রতিবেদক রাসেল সরকার জানান, রাত ৯টা বাজার সঙ্গে সঙ্গে টিএসসি এলাকায় সড়কবাতিসহ গুরুত্বপূর্ণ স্থাপনার বাতিগুলো এক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়।

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমির কলেজের একাডেমিক ভবন ও মাঠের বাতিগুলো রাত ৯টার পর এক মিনিটের জন্য বন্ধ রাখা হয়।

আগারগাঁও এলাকায় জাতীয় বিজ্ঞান লাইব্রেরি ব্যান্সডক, আইসিটি ভবন, নির্বাচন কমিশনসহ অন্যান্য সরকারি দপ্তট ও ভবনগুলোতেও এসময় বাতি নিভিয়ে রাখা হয়।

রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিটে ব্ল্যাক আউটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে জ্বালানো হয় মোমবাতি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘প্রতীকী ব্ল্যাকআউট’ পালনের নির্দেশনায় বলেছিল, রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এই রাতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

একাত্তরের ২৫ মার্চে রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব ২০১৭ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। পরের বছর থেকে প্রতি ২৫ মার্চ রাতে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি