ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫

ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ২৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

আগামী ডিসেম্বর মাস থেকে দেশে আর লোডশেডিং থাকবে না বলেই জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।

শুক্রবার (২৮ অক্টোবর) আইইবি সদর দপ্তরে তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে পঞ্চম বার্ষিকী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ডলারের সংকট আছে, সঙ্গে আছে জ্বালানি সংকটও। বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে। আমরা আশা করছি, আগামী ডিসেম্বর মাস থেকে এমন পরিস্থিতি থাকবে না।

পিডিবি চেয়ারম্যান বলেন, দেশে যত শিল্প-কারখানা বাড়বে, বিদ্যুতের চাহিদাও ততই বাড়বে। বিষয়গুলো বিবেচনায় রেখে মাস্টার প্ল্যান নিয়ে কাজ হচ্ছে। সেক্ষেত্রে বড় সমাধান হতে পারে সোলার। চাহিদার বড় একটা অংশ সোলার দিয়ে মোকাবিলা করার চেষ্টা চলছে।

এসময় দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি