ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫

ন্যান্সি পেলোসির বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় প্রধানমন্ত্রীর সমবেদনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ৩০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে ভাঙচুর এবং তার স্বামী পল পেলোসির ওপর সহিংস হামলার ঘটনায় রোববার সমবেদনা ও মনোবেদনা প্রকাশ করেছেন।

ন্যান্সির কাছে পাঠানো একটি চিঠিতে তিনি বলেছেন, ‘আমি শুক্রবার ২৮ অক্টোবর আপনার বাসভবনে অনুপ্রবেশ এবং আপনার স্বামী মিঃ পল পেলোসির উপর সহিংস হামলার বিষয়ে জানতে পেরে গভীরভাবে দুঃখিত হয়েছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি বলেছেন যে, তিনি জানতে পেরেছেন যে, মি. পলের দেহে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি এখন সেরে ওঠছেন।

শেখ হাসিনা আরো বলেন, ‘আমি আবারও বলতে চাই যে, সন্ত্রাস, মৌলবাদ, সহিংস চরমপন্থা এবং ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্র, মানবতা এবং সকলের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।’

প্রধানমন্ত্রী পাঠানো বার্তায় মিঃ পল পেলোসির দ্রুত এবং সম্পূর্ণ সেরে ওঠা এবং আপনার ও আপনার পরিবারের সদস্যদের জন্য একটি নিরাপদ জীবন কামনা করেছেন। সূত্র: বাসস

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি