ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন ৫ জনই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ৩১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সর্বশেষ ব্যক্তি মো. আনোয়ার হোসেন (৩০) মারা গেছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে  শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় একে একে পাঁচজনেরই মৃত্যু হলো। 

শেখ হাসিনার জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন। তার শরীরে ৩৫ শতাংশ ছিল। নিহতের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায়। তিনি মো. আয়জুল ইসলামের সন্তান।

এর আগে ১৩ই অক্টোবর বিস্ফোরণে দগ্ধ মো. মিঠু (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ১৭ই অক্টোবর সকালে মো. পারভেজ (৩১) ও ১৮ই অক্টোবর  সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আল-আমিন (৩০) নামে দুই যুবক মারা যান।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ৫ জন দগ্ধ হন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি