ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

বিজয়ের মাসে ৭ দিনে ৯০ হাজার টিকার বিশেষ ক্যাম্পেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৩০ নভেম্বর ২০২২ | আপডেট: ১১:৩১, ৩০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিজয় দিবস উপলক্ষে সাত  দিনের জন্য করোনার টিকাদানের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সারাদেশে এক সপ্তাহে বিশেষ ক্যাম্পেইনে ৯০ হাজার দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে।

বুধবার অধিদপ্ত রের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সাত দিনে ৯০ লাখ মানুষকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে মাঠে ১৭ হাজার ১১৬ টিম কাজ করবে। ১৫ হাজার ৯৮৪টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। 

এছাড়া তিনি বলেন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

কারিগরি কমিটি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।

তিনি আরও বলেন, দেশে এই পর্যন্ত শিশুসহ মোট জনসংখ্যার ৮৭ শতাংশ প্রথম ডোজ পেয়েছে। আর দুই ডোজ টিকা নিয়েছেন ৭৩ শতাংশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি