ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

‘গ্রাহকদের কথা মাথায় রেখেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ৯ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৮:২৯, ৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গ্রাহকদের ক্রয়ক্ষমতার বিষয়টি মাথায় রেখেই এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুতের দাম সমন্বয় করবে বলে আশা করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নর্থওয়স্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সাথে সিএমসি চায়নার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আগামী ২ বছরের মধ্যে ২ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, “রেগুলেটরি কমিশন ভোক্তা, খুচরা বিক্রেতা ও বিদ্যুতের কোম্পানিগুলোকে সাথে নিয়ে শুনানি করেছে। তারাই সিদ্ধান্ত নিচ্ছে। এর সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে আমার কাছে মনে হয়- বিইআরসি সহনীয় পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয় করবে।”

সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্প ব্যয়ে ধরা হয়েছে ৮৭ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। পরে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।  

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি