ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

‘বাঙালির স্বাধীনতার পরিপূর্ণতার দিন’ শীর্ষক বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ১০ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:৫৩, ১০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে বাঙ্গালি জাতি বঙ্গবন্ধুর নামে যুদ্ধ করেছে। তাঁর সারা জীবনের একনিষ্ঠ সংগ্রামের মাধ্যমে তিনি ইতিহাসে আমাদের সবচেয়ে বড় ও সম্মানিত রাষ্ট্রনায়ক ও স্বাপ্নিক। তিনি তাঁর সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে যেমন একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন, তেমনি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গর্বে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন এবং মারাত্মক যুদ্ধবিদ্ধস্থ বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করার পথরেখা নির্দেশ করেছেন। 

আজ তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সেই পথরেখা ধরে দেশকে অগ্রগতির একটার পর একটা সোপানে ক্রমাগত আরোহনে নিয়ে যাচ্ছেন। অগ্রগতির এই যাত্রাকে অব্যাহত রাখা জাতীয় প্রয়োজনেই অত্যন্ত জরুরি। বঙ্গবন্ধু যদি সেদিন ফিরে আসতে না পারতেন, তাহলে বাংলাদেশের আজকের এই অবস্থান অর্জন করা সম্ভব হতো না। এই কারণে এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পুনরায় প্রকাশের লক্ষ্যে আমাদের আজকের আলোচনার আয়োজনে যোগ দিতে দেশের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মানুষদেরকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে, আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি। 

দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীগণ এই আলোচনায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের তিনতলায় আবদুস সালাম হলে বিকেল তিনটায় আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি