ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

চেন্নাইয়ে সংবর্ধনা পেলেন ডা. মামুন আল মাহতাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ২৯ জানুয়ারি ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সংবর্ধনা দিয়েছে চেন্নাইয়ে বসবাসরত বাঙালিদের সংগঠন বেঙ্গল অ্যাসোসিয়েশন চেন্নাই। 

শনিবার (২৮ জানুয়ারী) চেন্নাইয়ে নিজস্ব ভবনে অনুষ্ঠানরত পৌষ মেলায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয় ৯৫ বছরে পা রাখা এ সংগঠন।

জানা গেছে, বেঙ্গল অ্যাসোসিয়েশন চেন্নাই তামিলনাড়ুতে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার প্রধান প্রতিষ্ঠান। বিভিন্ন গুণী ও স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য মানুষের সহযোগীতা, সান্নিধ্য ও পৃষ্ঠপোষকতায় ধন্য প্রতিষ্ঠানটি। প্রবাসে নিরন্তর বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা এবং পাশাপাশি পরবর্তী প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতায় বীজটুকু রোপণ করাও প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। শুধুমাত্র বাংলা ভাষাই না, পাশাপাশি অন্যান্য ভাষা ও সংস্কৃতির প্রতিও শ্রদ্ধাশীল এ সংগঠন। তাই তামিলনাড়ুর বিখ্যাত পোঙ্গল উৎসব আর বাঙালির পৌষ পার্বণ একসঙ্গে উদযাপন করে আসছে সংগঠনটি।

নাচ, গান, নাটক আর নানা ধরনের পিঠা-পায়েসের সমাহারে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছিল বেঙ্গল অ্যাসোসিয়েশন চেন্নাইয়ের এবারের আয়োজনটি।

অধ্যাপক ডা. স্বপ্নীল ছাড়াও এবারের পৌষ উৎসবে বেঙ্গল অ্যাসোসিয়েশন চেন্নাই বিশেষ সন্মাননা প্রদান করেন বিশ্ব কবি মঞ্চের সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট কবি পুলক কান্তি ধরকেও।

সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব ভক্ত বলেন, এবারের পৌষ মেলায় বাংলাদেশের এ দুই গুণীকে সংবর্ধিত করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চান্দী মুখার্জী, শংকর নেত্রালয়ের অধ্যাপক ডা. জোতির্ময় বিশ্বাস প্রমুখ।

এসি
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি