ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বায়রা’র মহাসচিব হলেন আলী হায়দার চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৯:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী।

বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী।

Ekushey Television Ltd.

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)র মহাসচিব নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী ও অর্থ সচিব নির্বাচিত হয়েছেন মোঃ বেলাল হোসেন মজুমদার।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বায়রা ভবনে অনুষ্ঠিত ২০২২-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাদের নির্বাচিত করা হয়।

আলী হায়দার চৌধুরী অপসারিত মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান ও মোঃ বেলাল হোসেন মজুমদার অপসারিত অর্থ সচিব মিজানুর রহমান এর স্থলাভিষিক্ত হলেন। 

গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বায়রা’র ৩২তম বার্ষিক সাধারণ (মূলতবী) সভায় (এজিএম) উপস্থিত সদস্যদের উত্থাপিত দাবীর মুখে তাঁদেরকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। 

এছাড়া ওই সভায় বায়রা’র প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাঃ নূর আলী-কে অব্যাহতি দেয়া হয়। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি