ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে রংপুর যাচ্ছেন ড. ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩, ১০ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

শহীদ আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে আজ রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক শেষে পরিষদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

ড. ইউনূসের সঙ্গে উপদেষ্টা পরিষদের দুজন ছাত্র প্রতিনিধিও যাবেন বলে জানা গেছে। এ সময় নিহত আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারা।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি