ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

পুলিশ সদস্যরা নির্ধারিত সময়ে যোগ না দিলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১১ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

চলমান পরিস্থিতে পুলিশ সদস্যরা নিজ নিজ ইউনিটে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিব। ওই তারিখের ভেতর তারা জয়েন না নিলে ধরে নিব তারা ডিজাস্টার।

পরে তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণ করা হবে। আমার কাছে অনেক মেকানিজম আছে। আপনারা দেখতে পাবেন, সাত দিনের মধ্যেই এমন ব্যবস্থা করব যেন পুলিশ পূর্ণরূপে ফিরতে পারে। 

তিনি আরো বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।

আমি আপনাদের প্রমিস করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবে না। একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।

এমএম//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি