ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১৩ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। এবার এনএসআই মহাপরিচালক ও কমান্ড্যান্ট পর্যায়ে বদল আনা হয়েছে। 

আজ আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআই’র মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এর আগে সোমবার ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এবং আনসার ও ভিডিপির শীর্ষপদে পরিবর্তন করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি