১৫ বছর পর আজ আলোচনার টেবিলে বসছে বাংলাদেশ-পাকিস্তান
প্রকাশিত : ০৮:৩২, ১৭ এপ্রিল ২০২৫

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা।
এই বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ঢাকায় সফররত পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে। বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি ও খেলাধুলাসহ সহযোগিতার নানা ক্ষেত্র উঠে আসবে আলোচনায়।
এছাড়া, সার্ক, ওআইসি ও ডি-৮ এর মতো আঞ্চলিক ও বহুপক্ষীয় প্ল্যাটফর্মে যৌথ উদ্যোগ এবং সহযোগিতা নিয়েও মতবিনিময়ের সুযোগ রয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, আলোচনার মূল লক্ষ্য হবে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করা। পাকিস্তান পক্ষ থেকে একটি যৌথ কমিশন পুনরায় চালুর প্রস্তাব আসতে পারে। অন্যদিকে, বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচির প্রস্তাব দিতে পারে।
বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী হলেও, ১৯৭১ সালের যুদ্ধ-সম্পর্কিত অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান ছাড়া সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকা।
পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা, যুদ্ধের ক্ষতিপূরণ, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, সম্পদের হিস্যা ও বিদেশি সহায়তার পাওনা পরিশোধের দাবিগুলো এখনো বহাল রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “এই ইস্যুগুলোর সমাধান না হলে আলোচনায় বারবার উঠে আসবে—এটাই স্বাভাবিক। সম্পর্ক এগিয়ে নিতে হলে পাকিস্তানকে অবশ্যই এগিয়ে আসতে হবে।”
২০১০ সালে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল আরও আগে, ২০০৫ সালে। এবার দীর্ঘ বিরতির অবসানে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানোর প্রত্যাশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, বুধবার ঢাকা পৌঁছান আমনা বালুচ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
এমবি//
আরও পড়ুন