ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

ঐকমত্য কমিশনের সভায় যোগ দিয়েছে জামায়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৮ জুন ২০২৫

Ekushey Television Ltd.

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিনের আলোচনায় যোগ দিয়েছে জামায়াতে ইসলাম। গতকাল প্রথম দিনের আলোচনায় যোগ দেয়া থেকে বিরত ছিল দলটি।

বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।

দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি আলোচনায় যোগ দেন।

আজ জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা হবে। 

মঙ্গলবার (১৭ জুন) প্রথম দিনের আলোচনায় জামায়াতে ইসলামের কোনো প্রতিনিধি যোগ দেননি। এদিন বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে চায় কমিশন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি