ঢাকা, সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ-ভারত উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান রুশ রাষ্ট্রদূতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২২ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব নিরসন করা প্রয়োজন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত স্পষ্ট করে জানান, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রাশিয়া কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি যেন আরও অবনতি না ঘটে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে রাশিয়া প্রত্যাশা করে।

নির্বাচন পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে খোজিন জানান, এ বিষয়ে রাশিয়া নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে।

এমআর // 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি