সারাদেশে খালেদা জিয়ার জন্য বাদ জুমা বিশেষ দোয়া
প্রকাশিত : ১৩:২৪, ২ জানুয়ারি ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় শাখার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষর করা এক সরকারি চিঠিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
এতে বলা হয়, মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।
বরেণ্য এই রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শুক্রবার শোকের শেষ দিনে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল বিভাগীয় ও জেলা কার্যালয়কে এই শোক কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশেষ দোয়া আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
এমআর//
আরও পড়ুন










