ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

৫৪তম জন্মবার্ষিকী, সাফল্যের প্রতীকে পরিণত বিমান বাংলাদেশ

ইমন চৌধুরী,একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০২, ৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪তম জন্মবার্ষিকী আজ ৪ জানুয়ারি। স্বাধীনতার পর দেশের আকাশপথকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা বিমান, আজ দেশের অন্যতম প্রধান এয়ারলাইন হিসেবে খ্যাতি অর্জন করেছে।

সময়ের সঙ্গে সঙ্গে সংস্থার বহর আধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারসহ বিভিন্ন উড়োজাহাজে সম্প্রসারিত হয়েছে। বর্তমানে বিমান এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

বিমানের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে বিমান রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করেছে। এ সময় নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৮৫.২১ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৭৮ শতাংশ বৃদ্ধি।

ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা এই অর্জনকে প্রতিষ্ঠানের সাফল্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

দীর্ঘ পথচলায় নানা চ্যালেঞ্জের মধ্যেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের আকাশপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যাত্রীসেবা উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি