নারী জাগরণের অগ্রদূত আয়শা খানমের ৬ষ্ঠ প্রয়াণ দিবস পালিত
প্রকাশিত : ১৮:২৯, ৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি এবং বিশিষ্ট নারীনেত্রী আয়শা খানমের ৬ষ্ঠ প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এক বিশেষ শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত আয়শা খানমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, "আয়শা খানম ছিলেন অসাধারণ সাংগঠনিক দক্ষতা ও অতুলনীয় বাগ্মিতার অধিকারী। নারী আন্দোলনের জাতীয় ও বৈশ্বিক ইতিহাসকে তিনি যেভাবে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে যুক্ত করে তুলে ধরতেন, তা ছিল অনুকরণীয়।"
তিনি আরও উল্লেখ করেন যে, তৃণমূলের কর্মীবাহিনীই ছিল তার শক্তির উৎস। মালেকা বানু নারী আন্দোলনকে এগিয়ে নিতে আয়শা খানমের আদর্শ অনুসরণ করে পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, "অর্ধশতাব্দীর বেশি সময় ধরে আয়শা খানমের সাথে আমার পথচলা। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু মহিলা পরিষদের প্রতিটি পদক্ষেপে তিনি অনুপ্রেরণা হয়ে আছেন। সংকটের এই সময়ে তার অভাব আমরা গভীরভাবে অনুভব করছি।"
তিনি সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আয়শা খানমের দেখানো পথে অবিচল থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্মরণানুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দলীয় সংগীত পরিবেশন করেন জনা গোস্বামী, দিপ্তী রানী শিকদার, শাহজাদী শামীমা আফজালী শম্পা, মায়াবী দত্ত, ঝর্ণা আক্তার ও রোকেয়া বেগম। দ্বৈত সংগীত পরিবেশন করেন মায়াবী দত্ত ও ঝর্ণা আক্তার। এছাড়া একক সংগীত পরিবেশন করেন শাহজাদী শামীমা আফজালী এবং কবিতা আবৃত্তি করেন দোলন কৃষ্ণ শীল।
বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও উপ-পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










