ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

‘হজযাত্রীদের বাড়তি ভাড়া প্রত্যাহার হয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৬, ২১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

হজযাত্রীদের বাড়তি বিমান ভাড়া প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। শুক্রবার রাজধানীর আশকোনা হজক্যাম্প পরিদর্শনের সময় এ কথা জানান মন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, এবার বাড়তি বিমান ভাড়ার টাকা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই এ টাকা দিতে হবে না।

এ বছরের জানুয়ারিতে মন্ত্রিসভা হজ প্যাকেজ অনুমোদন করে। এ হিসাবে হজযাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকাও জমা নেয় হজ এজেন্সিগুলো। কিন্তু গত জুনে পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিমানে টিকিটের ওপর আবগারি শুল্ক আরোপ করা হয়।

এছাড়া সৌদি আরবে বিমানবন্দরের বর্ধিত টার্মিনাল ভাড়া বাবদ দেওয়ার কথা আরও প্রায় ২৫ কোটি টাকা। এই দুই খাতে প্রত্যেক হাজির জন্য অতিরিক্ত প্রায় ৩ হাজার টাকা যোগ হওয়ার কথা ছিল।

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ শুরু। আগামী ২৪ জুলাই শুরু হবে হজ ফ্লাইট। গত ৬ জুলাই এ হজ প্যাকেজে অতিরিক্ত ৩ হাজার টাকা যুক্ত করে নির্দেশনা দেওয়া হয়।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি