ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সারা দেশে ভারি বর্ষণ ও ভূমিধসের আশঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

দেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় থাকায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে এর ফলে পাহাড়ে ফের ভূমিধসও হতে পারে বলে জানান তারা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এ ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং অতি ভারি (৮৯ মিলিমিটারের চেয়ে বেশি) বর্ষণ হতে পারে।

ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানায় অফিস।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ৩টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে, সুনামগঞ্জে ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে আর যাদুকাটার পানি লাউড়েরগড়ে ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা নদীর পানি সমতলে বাড়ছে। তবে কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি