ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মেঘ কেটে অচিরেই হাসি দেবে সূর্য : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:৩৮, ১৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে উদ্বেগ থাকতে পারে কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আকাশের কালো মেঘ বেশিক্ষণ থাকে না। অচিরেই কালো মেঘ কেটে গিয়ে হাসি দেবে সূর্য।’

সোমবার রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর মিছিলের আগে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে আপনারা মাথা উঁচু করে চলবেন। নিজেদের মাইনরিটি (সংখ্যালঘু) ভাববেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জন্মাষ্টমী র‌্যালির উদ্বোধন করেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি