ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আরও ৯১ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪৮, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অনুপ্রবেশ করা আরও ৯১ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত নয়টায় ও আজ রোববার ভোর সাড়ে পাঁচটায় ওই দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।


উখিয়া থানার ওসি আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, রোববার রাত নয়টার দিকে পুলিশের একটি বিশেষ দল নারী-শিশুসহ ৭১ জন রোহিঙ্গাকে আটক করে। পরে দিবাগত রাত একটার দিকে উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।


টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফের দমদমিয়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে ২০ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদের ফেরত যেতে বাধ্য করা হয়।


কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাসান খান বলেন, পুলিশের সোপর্দ করা ৭১ জন মিয়ানমারের নাগরিককে তম্বুরু সীমান্ত দিয়ে দেশে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।
প্রসঙ্গত, রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর বাংলাদেশ মুখী হয় রোহিঙ্গা স্রোত। গত কয়েকদিনে কয়েকশ’ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি