ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

তীব্র শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:২৪, ৭ জানুয়ারি ২০১৮

গত কয়েক দিন ধরে সারা দেশে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশের উত্তরাঞ্চলের জেলা রাজশাহী, পাবনা, দিনাজপুর ও কুষ্টিয়া অঞ্চলে।

শ্রীমঙ্গল ও সীতাকুণ্ড অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রবিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ সব তথ্য জানায়। এতে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর থেকে জানা যায়, আজ রোববার সকালে দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আরো এক-দু’দিন থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসের তথ্য মতে, রাজশাহী, পাবনা, দিনাজপুর, কুষ্টিয়া অঞ্চলের উপর দেয় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

এম/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি