ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

জাতির পিতা একটি দেশ উপহার দিয়ে গেছেন: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:০১, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা একটি দেশ উপহার দিয়েছেন। জাতির পিতার নির্দেশ মোতাবেই বাংলার মানুষ কাজ করেছে। জাতির পিতার নির্দেশে বাংলার মানুষ স্বাধীনতার জন্য ঝাপিয়ে পড়েছেন। তিনি আরও বলেন, জাতির পিতা সারাজীবন বাংলার সাধারণ মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। দুপুর সোয়া ২টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় জনসভা।

জনসভায় আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের প্রবীণ নেতা  সৈয়দা সাজেদা চৌধুরী প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি