ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

‘বঙ্গবন্ধুর ভাষণই ছিল আমাদের অনুপ্রেরণা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:১৩, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ভাষণই ছিল আমাদের অনুপ্রেরণা, যার মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি এবং এর মাধ্যমে বাংলার মানুষ একটি স্বাধীন দেশে বসবাস করার ‍সুযোগ পেয়েছে। বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ক্ষমতাসীন দলের আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের মুক্তির জন্য সবাত্মক প্রচেষ্টা চালিয়েছেন এবং তার ৭ মার্চের ভাষণই আমাদের অনুপ্রাণিত করেছিল দেশকে স্বাধীন করার জন্য। ১৯৭১ সালের ৭ মার্চের এ দিনে  তিনি বাংলার মানুষকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেছে।

মতিয়া চৌধুরী  বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ উন্নত করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করে যেতে না পারলেও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে এবং তার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে পদার্পন করতে পারবো।

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতারা।

এমএইচ/এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি