ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

জাফর ইকবালের ওপর হামলাকারীর ভাই আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

লেথক সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরের মোবাইল ও ট্যাবসহ তার বড় ভাইকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর এলাকা থেকে এনামুল হাসানকে (২৮) আকট করা হয়। এসময় তার কাছ থেকে তার ছোট ভাই ফয়জুলের ব্যবহৃত মোবাইল ফোন, ট্যাব ও মেমোরি কার্ড পাওয়া গেছে।

ফয়জুল গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা করার পর ওই তরুণের ব্যবহৃত এসব ডিভাইস নিয়ে তার বড় ভাই পালিয়ে গাজীপুরে আশ্রয় নেয় বলে পুলিশের ভাষ্য।

সেই রাতে পুলিশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুমারগাঁওয়ের শেখপাড়া এলাকায় ফয়জুলদের বাসায় অভিযান চালিয়ে তার এক মামা এবং পরদিন র‌্যাব পরদিন সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল কালিয়াকাপন এলাকায় তাদের গ্রামের বাড়িতে অভযান চালিয়ে তার এক চাচাকে আটক করে।

ফয়জুলের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগমকে পরে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে আটক করে পুলিশ। কিন্তু ভাই এনামুলকে তখন পাওয়া যায়নি।

হামলার ঘটনার পরপরই ফয়জুলকে ধরে পিটুনি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর  হাতে সোপর্দ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আটক হওয়ার পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেছিলেন, জাফর ইকবাল ‘ইসলামের শত্রু’ বলে তিনি মনে করেন এবং এ কারণেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন তিনি।

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি