ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনার সহযোগিতা চাইলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৩৩, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সহযোগিতা কামনা করলেন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। আজ শুক্রবার সকালে তিনি ফোন করে এ সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফুল আলম জানান, শুক্রবার সকালে বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীকে ফোন করে সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীও তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। আগরতলায় আসাম রাইফেলসের মাঠে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লব কুমার দেবের পরিবারের আদি নিবাস বাংলাদেশের চাঁদপুরের কচুয়া উপজেলায়। মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মা ত্রিপুরায় চলে যান। কৈশোর থেকেই আরএসএস-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। পরে ধীরে ধীরে বিজেপি নেতা হয়ে ওঠেন তিনি।

এদিকে, বিপ্লবের মুখ্যমন্ত্রী হওয়ার খবরে শনিবার সকাল থেকেই কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামের দেব বাড়িতে ভিড় বাড়তে থাকে উৎসুক জনতার, বইছে আনন্দের বন্যা।

 

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি