আনিসুজ্জামান এই সময়ের অন্যতম বাতিঘর: অর্থমন্ত্রী
প্রকাশিত : ২১:২৮, ১০ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৪৫, ১০ মার্চ ২০১৮

এদেশের যেকোনো জাতীয় সংকটে জাতির বিবেক হিসেবে দায়িত্ব পালন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। জাতির ক্রান্তিলগ্নে আলোর ঝাণ্ডা হাতে তুলে নিয়ে দূর করেন অন্ধকার। তিনি এই সময়ের অন্যতম বাতিঘর। তাঁর প্রতিভার বিচ্ছুরিত আলোক শিখা থেকে একদিন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তিনি সমগ্র বাংলাদেশের শিক্ষক। এমনই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের ৮১তম জন্মবার্ষিক উপলক্ষে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এতে সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
অর্থমন্ত্রী আরও বলেন, আমার বন্ধু আনিস একজন আলকিত মানুষ। তার জন্মবার্ষিকীতে তাকে অভিবাদন জানাই, এমন আলোক সন্ধানী মানুষের সরব উপস্থিতি জাতিকে আরও বহুদিন আলোর পথ দেখাবে এই কামনা করছি।
৮১তম জন্মবার্ষিক উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে আনিসুজ্জামান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার পরিবার ও সক ভক্ত অনুরাগীদের আনুকূল্য ছাড়া আমি আজকের এই জায়গায় পৌঁছতে পারতাম না। বাংলাদেশের গড় আয়ুর হিসেব অনুযায়ী আমি বাড়তি আয়ু পেয়েছি। এই বাড়তি পাওয়া সময়কে যেন আমি ঠিক মত কাজে লাগাতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।
তিনি আরও বলেন, আমি শিক্ষকতায় যে আনন্দ পেয়েছি তা অন্য কিছু করলে বোধ হয় পেতাম না। আমি শিক্ষক হতে পেরেছি এই আনন্দ আমার জন্য অনেক। এই ভালবাসা নিয়ে থাকতে চাই। আমাকে ভালোবাসা দেওয়ার জন্যে আমি সকলের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানের সঞ্চালক এস এম ফয়েস ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে ইঙ্গিত করে বলেন, ‘কর্মময় মানব জীবন যখন কর্ম ক্লান্তির অবসাদে ঝিমিয়ে পড়তে থাকে, তখন জীবনটাকে মনে হয় কাঠখোট্টা। চিত্ত বিনোদনের সঞ্জীবনী সুধায় ঝিমিয়ে পরা মনটাকে এতটুকু চাঙ্গা করে নিতে চাই মানুষ, আর এই চাঙ্গা করে নেওয়ার জন্যই আজকের অনুষ্ঠানের মধ্যমণি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের মত মানুষের কাছে এসে বসে হাত ধরে বলা যায়, আপনি বাংলাদেশের শিক্ষক। আপনার কথায় আমরা উজ্জীবিত হই।``
রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধারক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে আনিসুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান রাজনীতিবিদ মোনায়েম সরকার, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম,বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সভাপতি মো. আরিফ হোসেনসহ বিভিন্ন সংগঠন ও ভক্ত অনুরাগীরা।
কেআই/
আরও পড়ুন