ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান না হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান না হলে তা গোটা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ঝুঁকি বাড়াবে বলে মন্তব্য করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান । আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির ব্যক্তবে তিনি এ কথা বলেন।

ড. আখতারুজ্জামান বলেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটা এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আন্তর্জাতিক মহল যেভাবে পদক্ষেপ নেওয়ার কথা ছিলো সেভাবে পদক্ষেপ নেয়নি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের নেওয়া নানা উদ্যোগের বিষয়ে তিনি বলেন, দেরিতে হলেও সরকার জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছে ৷

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক ও অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম প্রমুখ।

টিআর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি